MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ক্রিকেটার আজহারের জীবনের চমকপ্রদ ঘটনা

In খেলাধুলার বিবিধ - Jun 16 at 11:28am
ক্রিকেটার আজহারের জীবনের চমকপ্রদ ঘটনা

মোহম্মদ আজহারউদ্দিনকে নিয়ে অনেক চমকপ্রদ খবর আছে। আজ লোকে তাকে যেভাবে দেখছে তিনি আগে মোটেও এরকম ছিলেন না। তার সম্পর্কে অনেকের ধারণাও অন্যরকম। শুনা যায়, খুব সহজ সরল একজন মানুষ ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে আজহারের অভিষেক ঘটে ২১ বছর বয়সে। অভিষেকেই তিনটি শতরান করে বিশ্বক্রিকেটের আকর্ষণ কেড়ে নিয়েছিলেন আজহার। ক্রিকেটার হিসেবে নাম করার আগে স্টেট ব্যাংকের একজন সামান্য কেরানি ছিলেন তিনি। ক্রিকেটে নাম করার পরে স্টেট ব্যাংকে আজহারের পদমর্যাদা বাড়ে। কেরানি থেকে ব্র্যাঞ্চ ম্যানেজার হয়েছিলেন আজহার।

ধর্মভীরু ছিলেন এই ক্রিকেটার। যখন কেরিয়ারের তুঙ্গে আজহার, তখনও প্রার্থনা করার মাদুর সঙ্গে নিয়ে যেতেন বিভিন্ন সফরে। আজহার অমিতাভ বচ্চনের বড় ভক্ত ছিলেন। একবার ‘বিগ বি’র জন্য মায়ের হাতে মার পর্যন্ত খেতে হয়েছিল আজহারকে। আজহারের মা-বাবা চাইতেন না ছেলে সিনেমা দেখুক। একবার বাড়িতে কিছু না বলে আজহার ‘শোলে’ সিনেমা দেখতে গিয়েছিলেন। তার মা ব্যাপারটা জানতে পারেন। তার পরে আজহারকে প্রচণ্ড মারধর করেন।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2646
Post Views 335