MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ফেইসবুকে শুধুমাত্র ভিডিও থাকবে!

In ইন্টারনেট দুনিয়া - Jun 16 at 11:12am
ফেইসবুকে শুধুমাত্র ভিডিও থাকবে!

আগামী ৫ বছরে ফেইসবুক থেকে হারিয়ে যাবে লেখা! আর লেখার জায়গা দখল করে নেবে ভিডিও। মঙ্গলবার ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলসন এ উক্তি করেছেন।

নিকোলা বলেন, আগামী ৫ বছরের মধ্যে ফেইসবুকের সবকিছুই ভিডিওতে হবে। তখন স্ট্যাটাস না দিয়ে বরং ভিডিওর মাধ্যমে বিশ্বকে মনের কথা জানিয়ে দেবেন ব্যবহারকারীরা। এর মাধ্যমে তথ্যপ্রাপ্তির সুযোগ আরও বাড়বে।


বিষয়টি সম্প্রতি ফেইসবুকের নানা আপডেট ও ফিচারে প্রতীয়মান হচ্ছে, যেখানে ফেইসবুক ব্যবহারকারীদের লেখার পরিবর্তে ভিডিওতে উৎসাহিত করছে।

এই বছরের প্রথম দিকে ফেইসবুক লাইভ উন্মুক্ত হওয়ার পর থেকে এর জনপ্রিয়তা খুবই বেড়ে গেছে। বেশ কিছু দৃষ্টিন্দন লাইভ ভিডিও প্রচার হয়েছে। উদাহরণ হিসেবে ইন্টালন্যাল স্পেস স্টেশনে নভোচারীদের সাথে জুকারবার্গের লাইভ কথোপকথন বেশ আলোচিত হয়েছে বলে তিনি জানান।

এছাড়া জিআইএফ, ফটো ও চলমান ছবি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কমেন্টে ভিডিও যুক্ত করা হয়েছে। এগুলো ব্যবহারকারীদের লেখা থেকে সরিয়ে দিচ্ছে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1515
Post Views 112