MysmsBD.ComLogin Sign Up

মেয়ে ইউরোপ বেড়াতে যাবে, আতঙ্কে বাবা আমির খান!

In বিবিধ বিনোদন - Jun 12 at 11:25pm
মেয়ে ইউরোপ বেড়াতে যাবে, আতঙ্কে বাবা আমির খান!

বাবা হিসাবে আমির খান নাকি খুবই স্নেহপ্রবণ, সাবধানীও। ছেলে-মেয়েদের আগলে রাখতে চান, তারা কে কী করছে, সেদিকে তীক্ষ্ম নজর রাখেন, এমনটাই শোনা যায় তার ঘনিষ্ঠ সূত্র থেকে। সেখান থেকেই জানা গেল, সম্প্রতি আমিরের মেয়ে ইরা তার কাছে গিয়ে বায়না ধরে, বন্ধুরা ইউরোপে যাচ্ছে বেড়াতে, সে-ও যেতে চায়।

আর তাই নিয়ে বাবা আমির খানের কাছে অনুমতি চেয়ে নানা বাহানা শরু করেছে টিনএজ কিশোরী। কিন্তু আমির রাজি হননি। মেয়েকে নিজের কাছ থকে দুরে সরাতে রাজি নন এই বলিউড অভিনেতা। দেশের বাইরে মেয়ের কোনো বিপদ হবে না তো, এমন আশঙ্কায় বেঁকে বসেন আমির।

তবে নাছোড়বান্দা মেয়ে কিছুতেই সে কথা শুনবে না। শেষ পর্যন্ত আমির রাজি হন একটিই শর্তে। তা হলো, ইউরোপে যে দেশেই থাকো, বাবাকে চার ঘণ্টা অন্তর ফোন করে জানাতে হবে, তুমি ঠিক আছ। মেয়েও শর্ত মেনে নিয়েছে।

শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও মিঃ পারফেকশনিস্ট আমির!

Googleplus Pint
Noyon Khan
Posts 3282
Post Views 568