MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

ইউভেন্তুসে ভালো করবে আলভেস: দুঙ্গা

In ফুটবল দুনিয়া - Jun 12 at 10:36pm
ইউভেন্তুসে ভালো করবে আলভেস: দুঙ্গা

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া দানি আলভেসের ইউভেন্তুসে যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর তা সত্যি হলে ব্রাজিল কোচ দুঙ্গার বিশ্বাস, ইতালির ক্লাবটিতে ভালো করবেন তার শিষ্য।

বার্সেলোনায় আট বছর খেলার পর সম্প্রতি কাতালান ক্লাবটি ছাড়ার ঘোষণা দেন আলভেস। সেই সঙ্গে তুরিনের ক্লাবে যোগ দেওয়ার আভাসও দেন এই ডিফেন্ডার।

দেশের হয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন আলভেস।

৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের ইউভেন্তুসে যোগ দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে দুঙ্গা বলেন, “ইতালির ফুটবল খুবই কৌশলগত, কিন্তু খুব সুন্দরও। দানি আলভেসের মানসিকতা যেমন, ইউভেন্তুসে নিশ্চিতভাবেই সে ভালো করবে।”

“সে জয়ে অভ্যস্ত এক খেলোয়াড়। ইউভেন্তুস চ্যাম্পিয়ন্স লিগ জিততে শক্তিশালী দল গড়ে তুলবে।”

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3450
Post Views 213