MysmsBD.ComLogin Sign Up

চোখের বিষয়ে এই তথ্যগুলো জানলে সত্যিই অবাক হবেন!

In জানা অজানা - Jun 12 at 9:30pm
চোখের বিষয়ে এই তথ্যগুলো জানলে সত্যিই অবাক হবেন!

চোখ মানব দেহের অনেক মূল্যবান একটি অঙ্গ। যেই ব্যক্তির চোখ নেই তার মতো অসহায় এই পৃথিবীতে আর একজন আছে কিনা সন্দেহ রয়েছে।

তবে চোখের ব্যাপারে কয়েকটি অবাক করা তথ্য রয়েছে যেই তথ্যগুলো জানলে আপনার চোখাও নিশপিশ করে উঠবে। তবে একবার দেখে নিন চোখ সম্পর্কে এই বিষয়গুলো আপনার জানা আছে কিনা-

১) মাতৃগর্ভে ভ্রুণ গঠন শুরুর দু'সপ্তাহ পরে চোখ তৈরী হওয়া শুরু হয়।

২) চোখের পাতা বা eyelash গুলির আয়ু ৫ মাস।

৩) এক ব্যক্তির জীবনকালে চোখেরপাতাগুলির মোট দৈর্ঘ্য প্রায় ৯৮ ফুট হয়।

৪) চোখের তারা বা মণি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই মাপের থাকে। কিন্তু নাক এবং কান বয়সের সঙ্গে বৃদ্ধি পায়।

৫) করণিয়া হল একমাত্র টিসু যাতে রক্ত থাকে না।

৬) আমাদের মোট স্মৃতির ৮০ শতাংশই আমরা চোখে দেখে থাকি।

৭) অন্ধ ব্যক্তিরাও স্বপ্ন দেখেন। তবে জন্মান্ধ হলে তা পারেন না।

৮) মানব দেহে মস্তিষ্কের পর চোখই হলো সব থেকে জটিল অঙ্গ।

৯) আমাদের চোখের মণির মাত্র ১/৬ অংশ দেখতে পাওয়া যায়।

১০) সারা পৃথিবীতে প্রায় ৩৯ মিলিয়ান মানুষ দৃষ্টিহীন।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4150
Post Views 581