MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মেসি সম্পর্কে অজানা কিছু তথ্য

In ফুটবল দুনিয়া - Jun 12 at 4:29pm
মেসি সম্পর্কে অজানা কিছু তথ্য

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি সম্পর্কে ভক্তরা হয়তো অনেকেই অনেক কিছু জানেন। আর্জেন্টাইন মহাতারকা সম্পর্কে জেনে নিন অজানা কিছু তথ্য। তাহলে মেসিকে আরও গভীরভাবে ভালবাসতে পারবেন।

১) লিওনেল মেসি প্রথম ন্যাপকিনে কন্ট্রাক্ট সাইন করেছিলেন।

২) লিওনেল মেসি আর্জেন্টিনার যে অঞ্চলে জন্মেছিলেন, সেখানেই জন্মেছিলেন চে গুয়েভারা।

৩) ২০০৮-এ রোনালদিনহোর কাছ থেকে দশ নম্বর জার্সি পান লিওনেল মেসি। মেসি তখন বার্সেলোনায়।

৪) মেসির কাছে রয়েছে আর্জেন্টিনা ও স্পেনের পাসপোর্ট। বিশ্বকাপে ব্যর্থ হলেই আর্জেন্টিনীয়রা বলতে শুরু করেন, ওহে মেসি, তুমি তো স্পেনের হয়ে বিশ্বকাপে নামতে পারতে। তাহলে তো বিশ্বকাপটা জিততে পারতে।

৫) লিওনেল মেসি ছোটবেলা থেকেই খর্বকায়। এগারো বছর বয়সে ধরা পড়ে মেসির গ্রোথ হরমোন স্বাভাবিকের তুলনায় কম নিঃসৃত হয়। চিকিৎসার খরচ ছিল প্রতি মাসে ন’শো ডলার। সেই খরচ দেওয়া সম্ভব ছিল না মেসির পরিবারের পক্ষে। তখনই আর্জেন্টিনা ছেড়ে মেসি চলে আসেন স্পেনে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 706