MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আশ্চর্য চেহারার ‘ডোরেমন শিশু’র জন্ম, বেঁচে আছে সে

In ভয়ানক অন্যরকম খবর - Jun 12 at 9:15am
আশ্চর্য চেহারার ‘ডোরেমন শিশু’র জন্ম, বেঁচে আছে সে

জনপ্রিয় জাপানি কার্টুন ডোরেমনের মতোই দেখতে একটি নবজাতকের জন্ম হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে। লতা মঙ্গেশকর হাসপাতালে আশ্চর্য চেহারার এ সন্তান প্রসব করলেন এক নারী।

জানা গেছে, সদ্যজাতটি হারলিকুইন রোগে আক্রান্ত। বিশেষত তার মুখ অন্য শিশুর থেকে সম্পূর্ণ আলাদা। অনেকটা ডোরেমনের মতো।

হাসপাতালের চিকিৎসক অবিনাশ বানাইত জানান, মূলত জেনেটিক ডিজঅর্ডারের কারণে এই ধরনের শিশু জন্মায়। তাও পৃথিবীতে এ নিয়ে তৃতীয় ঘটনা এটি। অর্থাৎ এর আগে হারলিকুইন রোগে আক্রান্ত পাকিস্তান ও জার্মানিতে দুটি শিশুর জন্ম হয়েছিল।

অপুষ্টি, শ্বাসকষ্টজনিত, ইনফেকশনসহ একাধিক সমস্যা নিয়ে এ শিশুরা ভূমিষ্ঠ হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই শিশুটি ভালো আছে।

হারলিকুইন ইচথায়োসিস আক্রান্ত শিশুদের চামড়া আর পাঁচজনের মতো স্বাভাবিক হয় না। পাতলা চামড়ার আবরণে ঢেকে থাকে শরীর। ফলে ত্বকের যত্ন নেয়া আবশ্যিক।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2546
Post Views 1245