MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কানাডায় বেকারত্বের হার কমেছে

In আন্তর্জাতিক - Jun 11 at 6:04pm
কানাডায় বেকারত্বের হার কমেছে

কানাডায় বেকারত্বের হার ০.২ শতাংশ কমে মে মাসে ৬.৯ শতাংশে দাঁড়িয়েছে। প্রায় এক বছরের মধ্যে এ হার সবচেয়ে কম। শুক্রবার দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা একথা জানায়।

কানাডার পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে প্রায় ১৪ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে যা ছিল প্রত্যাশার চেয়ে বেশি। তবে দাবানলের কারণে প্রায় এক লাখ বাসিন্দা ও তেল কর্মীদের, তেল নগরী ফোর্ট ম্যাকমুরাই থেকে সরে যাওয়ায় পরিসংখ্যান সংস্থা সেখানকার উপাত্ত সংগ্রহে ব্যর্থ হয়। ফলে এ পরিসংখ্যানে কর্মসংস্থানের প্রকৃত চিত্র তুলে আনা সম্ভব হয়নি।

মে মাসে সার্বিকভাবে ফুল-টাইম কর্মীর সংখ্যা বেড়ে ৬১ হাজারে দাঁড়ালেও খণ্ডকালীন কর্মীর সংখ্যা ৪৭ হাজার হ্রাস পেয়েছে। যেসব খাতে অধিক লোকের কর্মসংস্থান হয়েছে সেগুলো হলো জন প্রশাসন, নির্মাণ, ব্যবসা, শিক্ষা ও প্রস্তুতকারক বিভিন্ন প্রতিষ্ঠান।

Googleplus Pint
Md Sobuj Ahmed
Posts 217
Post Views 57