MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বিরাটের বাড়িতে আনুশকা

In বিবিধ বিনোদন - Jun 11 at 5:02pm
বিরাটের বাড়িতে আনুশকা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেম নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে এ দুজনের আচরণে কারো বুঝতে বাকি নেই আবারো আগের মতো প্রেমের সম্পর্কে ফিরেছেন তারা।

শুধু যে ফিরেছেন তা নয়, হয়তো পারিবারিকভাবে আনুশকাকে নিজের করে নেওয়ার বন্দোবস্ত করছেন বিরাট। সম্প্রতি বিরাটের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে বিরাটের বাড়িতে গিয়েছিলেন আনুশকা। এরপর থেকে সবার ধারণা, খুব শিগগিরই বাজবে এ জুটির বিয়ের সানাই।

অনেক দিন ধরেই প্রেম করছেন বিরাট-আনুশকা। মাঝে গুঞ্জন শোনা উঠেছিল ছাড়াছাড়ি হয়েছে তাদের। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারো একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। সম্প্রতি আনুশকাকে বিমানবন্দরে বিদায় জানাতে এসে সবার সামনে চুমু দেন বিরাট। তার আগে কখনো রেস্টুরেন্টে নৈশভোজে অথবা পার্টিতে একসঙ্গে দেখা যায় এ জুটিকে।

ভক্তদের মনে প্রশ্ন তবে কী এবার বিয়ের সংবাদ দিয়েই সম্পর্কে ফেরার ঘোষণা দেবেন বিরাট-আনুশকা এবং তা পারিবারিকভাবে?

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 573