MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেল ভারত

In ক্রিকেট দুনিয়া - Jun 11 at 4:57pm
অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেল ভারত

তরুণ একটি দল নিয়ে জিম্বাবুয়ে সফরে গেছে ভারত। অভিজ্ঞ খেলোয়াড় বলতে দলে আছেন একমাত্র মহেন্দ্র সিং ধোনি। আর ধোনি যতগুলো ওয়ানডে খেলেছেন দলের বাকি সদস্যরা মিলে তার অর্ধেকও খেলেননি!

শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতেই তো অভিষেক হলো তিন জনের। তাতে অবশ্য একটি কীর্তিও গড়েছে ভারত। ওয়ানডেতে দেশকে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়-সংখ্যায় অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা।

প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছে যুজবেন্দ্র চাহাল, করুন নাইর ও লোকেশ রাহুলের। এই তিনজনসহ এ পর্যন্ত ওয়ানডেতে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন ২১৩ জন খেলোয়াড়।

ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করেছেন এখন পর্যন্ত ২১২ জন খেলোয়াড়। অস্ট্রেলিয়ার পরে থাকা পাকিস্তানের সংখ্যাটা ২০৮।

সবার ওপরে আছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ইংলিশদের ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছেন ২৪৩ জন খেলোয়াড়।

বাংলাদেশের সংখ্যাটা ১১৮। বাংলাদেশের হয়ে সবশেষ ওয়ানডে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। গত বছর ভারতের বিপক্ষে অভিষেকেই ৫ উইকেট নেওয়া মুস্তাফিজ তো এখন ক্রিকেট-বিশ্বেরই বড় বিস্ময়!

ওয়ানডেতে দেশকে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়-সংখ্যা:

ইংল্যান্ড ২৪৩
ভারত ২১৩
অস্ট্রেলিয়া ২১২
পাকিস্তান ২০৮
নিউজিল্যান্ড ১৮৯

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 555