MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

লিওনেল মেসি স্রেফ একটা দৈত্য: গোমেজ

In ফুটবল দুনিয়া - Jun 11 at 3:03pm
লিওনেল মেসি স্রেফ একটা দৈত্য: গোমেজ

ম্যাচ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে পানামার কোচ হার্নান দারিও গোমেজ বলেছেন, ‘আসলে মেসিকে নিয়ে আমাদের কোন পরিকল্পনা নেই। তাকে কোন পরিকল্পনাই আটকে রাখা সম্ভব নয়। অথচ তখনও নিশ্চিত ছিল না মেসির মাঠে নামা।

আজ ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় পানামা কিন্তু আর্জেন্টিনার সাথে সমানে সামান লড়াই করে গেছেন।ম্যাচে দ্বিতীয় অর্ধে ৬১ মিনিটের মাথায় মিসি যখন মাঠে নামে তখন থেকে বদলে যায় ম্যাচের দৃশ্যপট।

এরপর মেসি কি করেছিলেন সেটা ইতিমধ্যে সবার জানা হয়ে গেছে।মাত্র ১৯ মিনিটে হ্যাটট্রিক ফলাফল আর্জেন্টিনা ৫-০ ব্যবধানে জয়ী।মেসির করা দ্বিতীয় গোলটিতো এক কথায় অসাধঅরণ।বাম পায়ের যাদুকর মনে করিয়ে দিলেন ফ্রি কিকের মাষ্টার বেকহামের কথা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পানামা কোচ দারিও গোমেজ বলেন, ‘লিওনেল মেসি স্রেফ একটা দৈত্য। ও মাঠে নামার আগে আমরা প্রায় সমান তালে লড়ছিলাম। কিন্তু সে মাঠে নামার পর সব বদলে গেল। মেসির সামনে সামান্য একটা ভুল করলে সেটিরও চড়া মূল্য দিতে হয়।’

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2616
Post Views 600