MysmsBD.ComLogin Sign Up

ভারতের বদলে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ!

In ক্রিকেট দুনিয়া - Jun 11 at 1:18pm
ভারতের বদলে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ!

আগস্টে একটি মাত্র টেস্ট খেলতে ভারতে যাওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। তাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হওয়ার পরে কিছুদিন বিরতি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। এই সময়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের সাথে একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছে। অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে চাইছে বিসিবি।

শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে এমনটাই আভাস দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘অক্টোবরেই ইংল্যান্ড সিরিজ এবং নভেম্বরেই বিপিএল। তারপর আবার নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ খেলা। সামনে যে সময়টা আছে, খুব বেশি না। সুপার লিগ শেষ হওয়ার পর অল্প সময়ই থাকবে।

সেই সময়েই আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলা নিয়ে কথা বলেছি। কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি জানিয়ে পাপন বলেন, ‘ওরাই খেলার আগ্রহ জানিয়েছে। একে তো ওদের ফ্রি থাকতে হয় আমাদেরও ফ্রি থাকতে হয়, এখানে অনেক কিছুর ব্যাপার আছে। আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। দেখি কি হয়।’

Googleplus Pint
Md Sobuj Ahmed
Posts 217
Post Views 465