MysmsBD.ComLogin Sign Up

রেকর্ড গড়ছে 'হাউসফুল থ্রি', আসছে 'ফোর'

In সিনেমা জগৎ - Jun 11 at 11:39am
রেকর্ড গড়ছে 'হাউসফুল থ্রি', আসছে 'ফোর'

মুক্তির পর থেকেই রেকর্ড গড়ে চলেছে 'হাউসফুল থ্রি'। 'হাউসফুল' সিরিজের সাফল্য দেখে তাই আরও একটি পর্ব তৈরি করতে চান নির্মাতারা। 'হাউসফুল ফোর' হবে কি না, জানতে চাইলে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, 'দারুণ একটা সিরিজ। নিশ্চয়ই আরও একটির কাজ শুরু করব'।

এই সিরিজের কেন্দ্রীয় অভিনেতা অক্ষয় বললেন, এটা আসলে একটা টিমওয়ার্ক। ছবির চিত্রনাট্য সম্পন্ন হয়েছিল, কারণ দলটির সবাই সবাইকে পছন্দ করেছে। তবে আর যাই বলেন 'হাউসফুল ফোর' করাটা খুব একটা সহজ হবে না। সময় লাগবে। 'হাউসফুল টু' ও 'হাউসফুল থ্রি'-এর মধ্যে সময় গেছে প্রায় চার বছর।

অক্ষয় আরো বলেন, 'সবচেয়ে বেশি সময় গেছে চিত্রনাট্যের পেছনে'। পরেরটা করতে সময় লাগবে। ব্যাপারটা নিয়ে আমরা বসব, কথা বলব। এতগুলো মানুষকে এক জায়গায় বসানো তো সহজ কথা নয়।

সাজিদ ফরহাদ পরিচালিত দ্বিতীয় ছবি 'হাউসফুল থ্রি'। ৩ জুন এটি মুক্তি পায়।

সূত্র: মিড ডে

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4142
Post Views 577