MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আগস্টে নয়, ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ!

In ক্রিকেট দুনিয়া - Jun 11 at 11:34am
আগস্টে নয়, ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ!

ভারতের মাটিতে বাংলাদেশের খেলা যেন এক অসম্ভাব্য বস্তুতে রূপ নিয়েছে। হচ্ছে হচ্ছে করেও হচ্ছে না ভারতের মাটিতে বাংলাদেশের সফর।

একে তো বর্তমানে বাংলাদেশ ভারত ক্রিকেট জমে উঠেছে, তারমধ্যে ভারতের মাটিতে এত দিন ধরে খেলতে আমন্ত্রণ না পাওয়া, সব মিলিয়ে একমাত্র টেস্ট ম্যাচটিও হয়ে উঠেছে আলোচনার মূল বিষয়বস্তু। তবে, সকল ঝল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগস্টে নয়, সামনের বছর ফেব্রুয়ারিতে হবে ভারতের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ।

তাই সেপ্টেম্বরে ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজের আগে কোন আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশের। তাই আন্তর্জাতিক ক্রিকেটের বিরতিতে ঘরোয়া ক্রিকেটে নজর দেয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বিসিসিআই'র নিজস্ব ওয়েবসাইটে ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমের সূচি প্রকাশ করে। সেখানে, ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি ও পুনেতে চার টেস্টের একটা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

এই সফরের পাশেই একটা ফাঁকা সময় আছে ভারতের। ফাঁকা এই সময়ে টেস্টটি আয়োজিত হতে পারে। সম্ভাব্য ভেন্যু হায়দরাবাদ।

Googleplus Pint
Noyon Khan
Posts 2765
Post Views 248