MysmsBD.ComLogin Sign Up

মেয়ের সতীন হলেন 'মা'!

In সাধারন অন্যরকম খবর - Jun 11 at 10:06am
মেয়ের সতীন হলেন 'মা'!

মেয়ে যেন সুখে থাকে তাই জামাইকে সবচেয়ে বেশি আদর যত্ন করেন শাশুড়ি। কিন্তু মেয়ের সুখের কথা ভেবে কাছে এসে আবার সেই জামাইকে নিজের করে নিতে পারে কোনো শাশুড়ি?

আর এমনি এক বিরল ঘটনা ঘটেছে ভারতের বিহারে। ভাবছেন পাগল হয়েছি? আমি তো হয়েই বসে আছি, আপনি নিজেও হবেন একটু পর।

বিহারের মুকেশ আর আশা দেব, দুজনের সম্পর্ক জামাই-শাশুড়ির। তাদের মধ্যে এতোই প্রেম যে, দুজন দুজনের জন্যই পাগল। পরিস্থিতি এমন ঘোলাটে হয় যে, তারপর একদিন মা আশাকে মেয়ের সতীন করে ঘরে তুলেন মুকেশ।

এ ঘটনার পর পঞ্চায়েত বসেছিল তাদের বিচার করতে। কিন্তু কিছুই করতে পারেনি। তাদের এই অসম প্রেমের কাছে হার মেনেছে সবাই। বিয়ের পর এখন দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গেই থাকছেন মুকেশ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3264
Post Views 1339