MysmsBD.ComLogin Sign Up

ঘুম কাতুরে মুরগি!

In সাধারন অন্যরকম খবর - Jun 11 at 9:47am
ঘুম কাতুরে মুরগি!

ব্রিটেনের এলটন নামের এক লোক তার ‘ঘুম কাতুরে’ মুরগির ছবি ইন্টারনেটে পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন। মুরগিরা সাধারণত বাগানে গিয়ে খাবারের সন্ধানে ব্যস্ত থাকে। কিন্তু এলটনের পোস্ট করা ভিডিওতে দেখা যায় বাগানের গভীর ঘাসের মধ্যে একদম চিত্ হয়ে শুয়ে আছে তার মুরগিটি। এটুকু দেখে যেকারো মনে হবে একটি মরা মুরগি বাগানে পড়ে আছে। কিংবা বেঁচে থাকলেও সে হয়তো কোনো অসুখে ভুগে দুর্বল হয়ে ওভাবে পড়ে আছে।

কিন্তু এই ধারণা ভুল প্রমাণ করার জন্য এলটন এগিয়ে গিয়ে মুরগিটির পেটে খোঁচা দিলেন। তাতে একটুও নড়ল না সে। এবার আরো জোরে খোঁচা দিল। কিন্তু তাতেও ‘খবর’ হলো না! এর তিনি আঙুল দিয়ে খুব জোরে পরপর কয়েকটা গুঁতো মারলেন পেটে। এবার উঠে দাঁড়ালো বেশ বড়সড় সাইজের ওই মুরগিটি। চোখের সামনেই এলটনকে দেখে সে গলা ফাঁটিয়ে ‘কক কক’ করতে করতে বিদ্যুত্ গতিতে দিল ছুট! এক দৌঁড়ে চোখের আড়ালে চলে গেল সে। ইউটিউবে এই ভিডিওতে হাজার হাজার মানুষ নানারকম মজাদার মন্তব্য করেছেন।

Googleplus Pint
Md Sobuj Ahmed
Posts 217
Post Views 335