MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

জন্মদিনে সোনমের অজানা সাত

In সিনেমা জগৎ - Jun 10 at 10:39am
জন্মদিনে সোনমের অজানা সাত

বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। তারকা পরিবারে জন্ম নিয়েও নিজের নামেই বলিউডে নিজেকে পরিচিত করেছেন এ অভিনেত্রী।

২০০৭ সালে সাওয়ারিয়া সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সোনম। এরপর আই হেট লাভ স্টোরি, আয়শা, রানঝানা, ভাগ মিলকা ভাগ, খুবসুরাত, ডলি কি ডোলি, প্রেম রতন ধন পায়ো এবং নীরজাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরুপ এখন পর্যন্ত বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন সোনম কাপুর।

আজ ৯ জুন এ অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৫ সালের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি। চলুন জেনে নেই তার সম্পর্কে কিছু অজানা তথ্য।

☆ বলিউডে অভিষেক হওয়ার আগে সোনম কাপুর ওয়েট্রেস হিসেবে কাজ করতেন। বাড়তি হাত খরচের জন্যই এটি করতেন তিনি

☆ অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জি অভিনীত ব্ল্যাক সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ছিলেন তিনি

☆ সাওয়ারিয়া সিনেমায় অভিনয়ের জন্য দেড় বছর ধরে সোনমকে রাজি করেছেন সঞ্জয় লীলা বানসালি

☆ কোনো অভিনেতাকে বিয়ে করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন এ অভিনেত্রী

☆ প্রথম সিনেমা সাওয়ারিয়ার জন্য ৩৫ কেজি ওজন কমিয়েছিলেন সোনম

☆ এক সময় ওজনের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে সোনমকে। বাড়তি ওজন নিয়ে কথা বলায় বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছেন তিনি

☆ নাচের ব্যাপারে আগ্রহ রয়েছে সোনমের। ক্ল্যাসিক্যাল নৃত্যের ওপর প্রশিক্ষণও নিয়েছেন এ অভিনেত্রী

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2589
Post Views 426