MysmsBD.ComLogin Sign Up

‘মুস্তাফিজের জন্য আমাদের কাটার শিখতে হচ্ছে’

In ক্রিকেট দুনিয়া - Jun 09 at 8:56pm
‘মুস্তাফিজের জন্য আমাদের কাটার শিখতে হচ্ছে’

২০০৮ সালেই বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয় সাজেদুল ইসলামের। অভিষেকের পর দুই টেস্ট খেলে বড় ধরণের ইনজুরিতে পড়েন সাজেদুল। ফেরা ফেরা করে আর ফেরা হয় না। অবশেষে ২০১৩ সালে এসে আবারো জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার পর টি-টোয়েন্টি অভিষেকও হয় তার।

এ যাত্রাতেও নিয়মিত হয় নি তার। সব মিলিয়ে তিন টেস্ট আর এক টি-টোয়েন্টিই সম্বল সাজেদুলের। জাতীয় দল থেকে আর ডাক আসেনি। ঘরোয়া লিগ দিয়েই ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে নিচ্ছেন তিনি। এবার ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা সাজেদুল ইসলাম বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে নানা বিষয়ে।

এসময় নিজের বোলিং অস্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আমার বোলিংয়ে সুইংটাই প্রধান। আমরা যখন খেলা শুরু করেছি তখন থেকে সুইংয়েই জোর দিয়েছি। তখন কোচরা আমাদের শুধু সুইং শেখাতো। কিন্তু মুস্তাফিজ আসার পর থেকে এখন সবাই কাটারই শেখায় (হাসি)। তখন যদি আমাদের কাটার শেখাতো তাহলে কিছুটা হলেও কাটারে উন্নতি হতো। এখন শিখতে হচ্ছে কাটার।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4116
Post Views 1138