MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

দীপিকা, কারিনা, প্রিয়াঙ্কাকে বোল্ড করে সঞ্জয়ের পরবর্তী ছবিতে ভূমি!

In সিনেমা জগৎ - Jun 09 at 5:16am
দীপিকা, কারিনা, প্রিয়াঙ্কাকে বোল্ড করে সঞ্জয়ের পরবর্তী ছবিতে ভূমি!

‘দম লাগা কে হেইসা’ ছবির সেই সন্ধ্যাকে মনে আছে? আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন ভূমি পেড়কর। যদিও সেই সময় তাঁর ভারী চেহারার জন্য নিন্দুকদের হাসির পাত্রীও হয়েছিলেন তিনি। কিন্তু, এ বার নিউ লুকে ইন্ডাস্ট্রিতে চমকে এসে দিলেন তিনি।

এক বছরের মধ্যে ওয়েট কমিয়ে নতুন অবতারে ফিরে আসছেন ভূমি। আর এ বারের ফিরে আসা কোনও মামুলি কামব্যাক নয়। এসেই বলিউডের প্রথম সারির নায়িকাদের ক্লিন ছক্কায় মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তিনি। তাও আবার খোদ সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবিতে।

শোনা যাচ্ছে, সঞ্জয়ের পরবর্তী ছবি সাহির লুধিয়ানভির বায়োপিকে অমৃতা প্রীতমের চরিত্রে দেখা যাবে ভূমিকে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1516
Post Views 446