MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আগামী ম্যাচেও খেলতে পারবেন না মেসি

In ফুটবল দুনিয়া - Jun 08 at 11:23pm
আগামী ম্যাচেও খেলতে পারবেন না মেসি

কোপা আমেরিকার আর্জেন্টিনার প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও মেসিবিহীন খেলা দেখতে হবে ফুটবলমোদীদের।

কারণ এখনও পিঠের ইনজুরি সারেনি বিশ্বসেরা ফুটবলার ও আর্জেন্টিনার সুপারস্টার তারকা খেলোয়াড় লিওনেল মেসির। পুরানো ইনজুরির কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি বার্সেলোনার মহাতারকা।

জানা গেছে, পুরোপুরি চোট না সারার জন্য পানামার বিরুদ্ধে খেলতে পারবে মেসি। চিলির বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি মেসি। বার্সার মহাতারকার না খেলার জন্য অবশ্য আর্জেন্টিনা কোনও সমস্যায় পড়েন।

তবে পরের ম্যাচে মেসি অনিশ্চিত দেখে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভিতরের খবর টিম ম্যানেজমেন্টের বক্তব্য, একটা -দুটো ম্যাচে মেসিকে ছাড়া জিততে কোনও সমস্যা না হতেই পারে কিন্তু সব ম্যাচে তা সম্ভব নয়।

চিলি ম্যাচের পরেই কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, ‘পরের ম্যাচে মেসিকে পাওয়া যেতে পারে। মেসি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু দেখা গেল মেসি এখনও পুরোপুরি চোটমুক্ত নন। তাহলে কি মেসি কোপায় নামবেন না? এই প্রশ্নের উত্তর দেওয়া শক্ত।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2625
Post Views 501