MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অরিজিৎ সিংয়ের ক্ষমা চাওয়াও কাজে আসলো না!

In মিউজিক ক্যাফে - Jun 08 at 2:43pm
অরিজিৎ সিংয়ের ক্ষমা চাওয়াও কাজে আসলো না!

সুলতান’ ছবিতে তার রাখবেন না এই আশঙ্কায় অরিজিৎ সিং বারবার ক্ষমা চেয়েছেন সালমানের কাছে। কিন্তু শেষ পর্যন্ত বোধহয় সালমানের রাগ ভাঙাতে পারেননি অরিজিৎ। আর সেজন্য অরিজিতের বদলে রাহাত ফাতেহ আলি খানকে পছন্দ করেছেন সালমান। একই গানে নিজের গাওয়া ভার্সনও বের করতে যাচ্ছেন তিনি।

এদিকে ‘সুলতান’ ছবির আরেকটি গান মুক্তি পেয়েছে। ‘জাগ ঘুমেইয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলি খান।

ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই গানটি হলো যে গানটির বিষয়ে অরিজিৎ সালমান খানকে লেখা খোলা চিঠিতে উল্লেখ করেছিল। সেখানে, তার গাওয়া গানটি বাদ না দেয়ার জন্য অনুরোধও জানিয়েছিলেন এই তরুণ গায়ক।

তবে অরিজিতের সেই অনুরোধ বোধহয় কাজে লাগেনি। কেননা, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিৎ সালমানের কাছে বারবার ক্ষমা চাইলেও সেখানে সালমান এই বিষয়ে কোনো মন্তব্য করেন নি। বরং ‘সুলতান’ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার সুলতান ছবির গান প্রকাশ করলেন।

‘জাগ ঘুমেইয়া’ গানটি এর আগে গেয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু কোনো কারণে সালমান তার ওপর চটে আছেন।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2636
Post Views 655