MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

হুয়াওয়ে বাজারে আনলো দুই লেন্সের স্মার্টফোন!

In মোবাইল ফোন রিভিউ - Jun 08 at 10:02am
হুয়াওয়ে বাজারে আনলো দুই লেন্সের স্মার্টফোন!

পি৯ মডেলের স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড। লাইকা ক্যামেরার প্রযুক্তিগত সহায়তায় দুই লেন্সের ক্যামেরা যোগ করা হয়েছে এতে।

গত সোমবার রাজধানীর একটি হোটেলে ফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেন হুয়াওয়ে বাংলাদেশের ডিভাইস বিজনেস পরিচালক ইংমার ওয়্যাং। তিনি বলেন, ‘বাংলাদেশের স্মার্টফোন বাজারে হুয়াওয়ে পি৯-এর উন্মোচন আমাদের জন্য অনেক অর্থবহ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির হেড অব বিজনেস জন মিশেল আর্নাড শান্যুট, অভিনেতা আলী যাকের ও ইরেশ যাকের এবং অর্থহীন ব্যান্ডের গায়ক সুমন।

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির গ্রাহকেরা কিস্তির মাধ্যমে হুয়াওয়ে পি৯ কিনতে পারবেন। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো চালিত এই স্মার্টফোনে ৫.২ ইঞ্চি পর্দা, ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট র্যাম, সামনে ও পেছনে যথাক্রমে ৮ ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি থাকছে।

মুঠোফোনটির দাম ৪৭ হাজার ৯৯০ টাকা।

Googleplus Pint
Noyon Khan
Posts 2723
Post Views 262