MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

পুরুষ না মহিলা, ‘‘আই লাভ ইউ’’ কথাটা কারা প্রথমে বলেন?

In লাইফ স্টাইল - Jun 08 at 7:36am
পুরুষ না মহিলা, ‘‘আই লাভ ইউ’’ কথাটা কারা প্রথমে বলেন?

প্রেমের গোড়াপত্তন এই তিনটি শব্দে। জমাটি প্রেম, খলবলে প্রেম, বালখিল্য প্রেম, ভাবগম্ভীর প্রেম প্রায় সব ধরনের প্রেমের গোড়ায় এই তিনটি শব্দ মন্ত্রের মতো আউড়ে নেয় প্রায় সব যুগল। যুগে যুগে আউড়ে আসছে। কিন্তু পুরুষ না মহিলা, কোন পক্ষ এই শব্দ তিনটি প্রথম উচ্চারণ করে?

এক ইংরেজ কবি যা লিখেছিলেন, গোদা বাংলায় তার তর্জমা করলে দাঁড়়ায়, ‘‘ওই তিনটি শব্দ বলে বলে লোকে খ্যাস্তাখ্যাচা করে ছে়ড়েছে।’’ রোম্যান্টিক কবি বিরক্ত হতে পারেন। কিন্তু মানবকুল এই শব্দ তিনটি বলে বলে বিরক্তও হয় না, একঘেয়েমিতেও ভোগে না। বংশানুক্রমে তারা বলে চলেছে, ‘‘আই লাভ ইউ।’’

আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা চালিয়েছিলেন এই নিয়ে। ছাত্র থেকে শুরু করে মাঝবয়সি— বহু পুরুষ ও মহিলাকে তাঁরা জিজ্ঞাসাবাদ করেন। দেখা গিয়েছে, ৮৭ শতাংশ পুরুষ এবং মহিলা জানিয়েছেন, তাঁরা মনে করেন মহিলারাই প্রথম প্রেমে পড়েন। কিন্তু বাস্তবে কী দেখা গিয়েছে? স্রেফ উল্টোটা। পুরুষরা বলেছেন, ‘‘প্রেমে পড়েছি’’ এটা বুঝতে তাঁদের কয়েক হপ্তা লেগেছে। মহিলাদের ক্ষেত্রে এই সময়টাই কয়েক মাস!

‘‘কে প্রথম কাছে এসেছি...’’ বলা কঠিন। হয়তো এ আগে, ও পরে। বা ও আগে, এ পরে। কিন্তু ‘‘কে প্রথম কথা দিয়েছি’’র ক্ষেত্রে কে এগিয়ে? সমীক্ষা কী বলছে? কে প্রথম?এর পরে এল প্রপোজ করার বিষয়। দেখা গিয়েছে, ৬৪ শতাংশ ক্ষেত্রে পুরুষরাই প্রথম বলেছিলেন সেই তিনটি শব্দ, ‘‘আই লাভ ইউ।’’ মাত্র ১৮ শতাংশ মহিলা প্রথম বলেছেন সেই তিনটি শব্দ। কিছু করার নেই। লিখতেই হচ্ছে, বাকি সব ক্ষেত্রে ‘‘লেডিজ’’রা অবশ্যই ফার্স্ট। কিন্তু এই একটি ক্ষেত্রে বোধহয়।-এবেলা

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2546
Post Views 713