MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শিরোনামহীন কেউ আমারে মাইরালা...

In হাসির গল্প - Jun 08 at 2:20am
শিরোনামহীন কেউ আমারে মাইরালা...

মেজো আন্টি, ও আন্টি মোবাইল কই রাখছো আমার???
-- আরে রাখছি তো!! পাক ঘরে কলসির পাশে। পুরো পাকঘর তন্ন তন্ন করা হলো, রিং হয় বাট শোনা যায় না, কই বাজে??? অবশেষে,
--দেখ দেখ মায়া, পান্তাভাতের বওলে, ভাতের মধ্যে লাইট জলে.. মেজোআন্টি কলসির পাশে রাখতে গিয়া, কলসির পাশের পান্তাভাতের বওলে ফেলে দিছে। সেট নকিয়া, মডেল:3315। স্থান পানিভাতের তলে।

আরেকবার আমাদের এইখানে তবারকের জন্য একধরনের হালুয়া করা হয়। নাম তোষা শিন্নী। এইটা রান্নার শেষের দিকে খুব নাড়তে হয়। আমি নাড়তেছি, ভাবি দুইহাতে পাতিল ধরা। মুখ ভাপ লাগে তাই অন্যদিকে মুখ করা। কোমড়ের ওড়ানার প্যাচে মোবাইল ছিলো।
পড়লো হালুয়ার মধ্যে। হালুয়া বিতরণে গিয়া মোবাইল পাওয়া গেলো।
সেট নকিয়া মডেল: ২৭০০ ক্লাসিক। স্থান হালুয়ার তলে।


এইটা আমার কাহিনি। গতকাল আমার এক ভাই আসছে। বাথরুমে গেছে, টিস্যু স্ট্যান্ডের উপ্রে মোবাইল রেখে আসনে বসছে। রিং আসছে তখন, মোবাইলে ভাইব্রেশন দেয়া ছিলো, মোবাইল নইড়া স্লিপ কইরা সোজা কমোডে. .achi.

--মায়া মায়া, দৌড়া পলিথিন আন, হাত বানতে হইবো।। মোবাইল কমোডে..... অনেক চেঁচামেচির পর সিদ্ধান্ত হলো, কমোড থেকে এই মোবাইল তুলা হবে না। বিপদ জানের উপর দিয়া আইসা মালের উপর দিয়া গেছে।


সেট নকিয়া : মডেল xpress music স্থান আমাগো কমোডের ভিত্রে। আমরা বুক ফুলাইয়া সবাই মোবাইলে ইয়ে করি!! অহ!!! কত বড়লোকরে আম্রা!!!!

Googleplus Pint
Jafar IqBal
Posts 1517
Post Views 1155