MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ক্রোমে 'ইহুদিবিরোধী' এক্সটেনশন নিষিদ্ধ

In ইন্টারনেট দুনিয়া - Jun 07 at 11:58pm
ক্রোমে 'ইহুদিবিরোধী' এক্সটেনশন নিষিদ্ধ

ক্রোম ব্রাউজার থেকে একটি এক্সটেনশন নিষিদ্ধ করেছে সার্চ ইঞ্জিন গুগল।
এই এক্সটেনশন ইন্টারনেটে ইহুদি নাম আলাদা করে শনাক্ত করার জন্য ব্যবহৃত হতো। শনাক্ত হওয়া নামকে এটি ব্র্যাকেটবন্দী করে দিত আর এর ফলে সামাজিক মাধ্যমগুলোয় ইহুদিবিদ্বেষ তৈরি হয় বলে জানিয়েছে বিবিসি।

অক্ষর বা প্রতীকগুলো গোপন সিগনাল হিসাবে দেখা হতো, কারণ, সাধারণ ওয়েব অনুসন্ধানে উচ্চারণ দেখা যায়না। গুগল জানায়, এক্সটেনশনটি 'হেইট স্পিচ'-এর নিয়মাবলী ভঙ্গ করায় তাদের স্টোর থেকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও গুগল এর বেশি কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। এক্সটেনশনটির নাম ছিলো ‘কোইন্সিডেন্স ডিটেক্টর’, যা ইহুদি এবং বিশ্ব নিয়ন্ত্রণবিষয়ক একটি ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত।

এক্সটেনশনটি অল্ট-রাইট নামক একটি 'কঠিন' ডানপন্থী দলের তৈরি। এক্সটেনশনটির প্রায় ২৫০০ ব্যবহারকারী ছিলো এবং ৮৮০০টি সাধারণ ইহুদি নামের ডেটাবেইজ ছিল যেখান থেকে তারা ওয়েবসাইটে ইহুদি নাম শনাক্ত করত, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট মিক। রাইট স্টাফ নামের আরেক ডানপন্থী দল জনিয়েছে, এটি ‘ইহুদি ক্ষমতায়নের একটি সমালোচনা’।

এর আগে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর ওয়াশিংটনভিত্তিক সহ-সম্পাদক জোনাথান ওয়েইজম্যান তার নামের চারপাশে ব্র্যাকেটওয়ালা একটি টুইট পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছিলেন।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 72