MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

পরিচালকের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠ ছবি, ক্ষেপেছেন রণবীর

In বিবিধ বিনোদন - Jun 07 at 11:33pm
পরিচালকের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠ ছবি, ক্ষেপেছেন রণবীর

এমনিতে তাঁদের প্রেম অনেক যুগলের চোখেই এখন ঈর্ষার কারণ। বলিউডের মোস্ট হটেস্ট কাপল খ্যাতি রয়েছে তাঁদের নামের পাশে।

বলিউডে জোর গুঞ্জন, একটি ছবি নিয়েই নাকি ঝগড়া শুরু হয়েছে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং-এর মধ্যে। কিন্তু, কী এমন রয়েছে সেই বিতর্কিত ছবিতে। যে ছবি নিয়ে এত হুলস্থূল সেই ছবিতে নাকি পরিচালক হোমি আদাজানিয়ার সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা গেছে দীপিকাকে। শোনা গিয়েছে, হলিউডে এক্সএক্সএক্স-এর শুটিং সেরে বুদাপেস্টে রবতা-র শুটিংয়ে গিয়েছিলেন নায়িকা। সেখানেই নাকি এই ছবি তোলা হয়েছে। কিন্তু, এই ছবি প্রকাশ্যে আসতেই মুখ হাঁড়ি হয়েছে সিংহ মশাইয়ের! ঠিকই তো, নিজের প্রেমিকাকে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে দেখতে কার আর ভাল লাগে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 476