MysmsBD.ComLogin Sign Up

সিম বন্ধ হওয়ায় যেসব সুবিধা পাবেন

In মজার সবকিছু - Jun 07 at 5:29pm
সিম বন্ধ হওয়ায় যেসব সুবিধা পাবেন

১ জুন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের অনিবন্ধিত সব সিম। তো আপনার সিমটিও যদি বন্ধ হয়ে যায় তবে এটা অবশ্যই আপনার জন্য মন খারাপের বিষয়। কিন্তু আপনি জানেন কি সিম বন্ধ হয়ে গেলেও আপনি পেয়েছেন বিশেষ কিছু সুবিধা? ভাবছেন কী সেগুলো? চলুন দেখে আসি।

-অপারেটর থেকে কথা বলার জন্য যে লোন বা এডভান্স টাকাগুলো আপনি নিয়েছিলেন সেগুলো আর আপনাকে শোধ দিতে হবে না।

-সিম বন্ধ থাকায় রাত-বিরাতে কিংবা সময়-অসময়ে আপনাকে লোডের দোকানে দৌড়াতে হবে না ফোনে টাকা ভরার জন্য।

-পাওনাদারেরা এখন শত চেষ্টাতেও আপনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারবে না।

-সিম বন্ধ থাকায় আপনাকে আর ফোনে কথা বলতে হবে না। ফলে আপনি থাকবেন মোবাইল ফোনের ক্ষতিকারক রেডিয়েশন মুক্ত!

-সিম বন্ধ হয়ে যাওয়ায় আপনাকে আর কষ্ট করে সেই সিমের নাম্বারগুলা স্মরণে রাখার দরকার নেই। ফলে আপনার ব্রেইনের ওপর থেকে কিছু প্রেসার কমে যাবে এবং আপনি হয়ে উঠবেন আরো বেশি মেধাবী!

-দিনে সতেরো বার করে অপারেটররা আপনাকে এই অফার, সেই অফার টাইপ ফালতু ম্যাসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না।

-সকালে এই সিম, বিকালে ওই সিম, রাতে আবার অন্য সিম এভাবে বারবার আপনাকে আর সিম চেঞ্জ করে মোবাইলে লাগাতে হবে না। আর তাই আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করবে।

-কোন সিমে কী অফার, কত টাকা রিচার্জ করলে বিশেষ ইন্টারনেট সেবা পাবেন এই টাইপের অফারগুলাও আপনার মনে রাখার প্রয়োজন পড়বে না। এতে আপনি অন্য যেকোনো সময় থেকে কিছুটা হলেও চাপমুক্ত থাকতে পারবেন।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4104
Post Views 1079