MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

'আসসালামু আলাইকুম’ বললেন কোহলি

In খেলাধুলার বিবিধ - Jun 07 at 4:38pm
'আসসালামু আলাইকুম’ বললেন কোহলি

ওয়াসিম আকরামের পারফিউম বাজারে আসায় অভিনন্দন জানাতে যেয়ে পাকিস্তানিদের হৃদয়ে বেঁধে ফেলেছেন বিরাট কোহলি। এক ভিডিও বার্তার শুরুতে মুসলিম রীতিতে ‘আসসালামু আলাইকুম পাকিস্তান’ বলে সবাইকে চমকে দেন তিনি।

কোহলির এমন সৌজন্যতায় পাকিস্তান থেকে প্রশংসা উড়ে আসছে তার উদ্দেশ্যে।

ওয়াসিম আকরামের ওই পারফিউমের নাম দেয়া হয়েছে ‘৪১৪’। এই সংখ্যাটি মূলত আকরামের টেস্ট উইকেট সংখ্যা।

কোহলি তার ভিডিও বার্তায় আকরামের খেলোয়াড়ি জীবনের প্রশংসা করেন। সেই সঙ্গে নতুন এই পারফিউমটির সাফল্য কামনা করেন।

কোহলি ছাড়াও শেন ওয়ার্ন এবং শহীদ আফ্রিদি ওয়াসিম আকরামের এই পারফিউম বাজারে আসা উপলক্ষে ভিডিও বার্তা পোস্ট করেছেন।

কোহলি সম্প্রতি পাকিস্তানে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে মোহাম্মদ আমির ক্রিকেটে ফেরায় তার পাশে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় এই ক্রিকেট তারকা। সে সময়ও কোহলির আচরণ পাকিস্তানিদের মুগ্ধ করে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2480
Post Views 949