MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

তুরস্কে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত

In আন্তর্জাতিক - Jun 06 at 6:49pm
তুরস্কে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি বাস ছিটকে খালে পড়েছে। এতে শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৪ জন। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, বাসটিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিল। সঙ্গে ছিলেন অভিভাবক ও শিক্ষক। দক্ষিণাঞ্চলীয় ওসমানিয়া শহরে দুর্ঘটনাটি ঘটে।

বাসের আরোহীরা ভ্রমণ শেষে ফিরছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6906
Post Views 121