MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

তুরস্কে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত

In আন্তর্জাতিক - Jun 06 at 6:49pm
তুরস্কে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি বাস ছিটকে খালে পড়েছে। এতে শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৪ জন। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, বাসটিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিল। সঙ্গে ছিলেন অভিভাবক ও শিক্ষক। দক্ষিণাঞ্চলীয় ওসমানিয়া শহরে দুর্ঘটনাটি ঘটে।

বাসের আরোহীরা ভ্রমণ শেষে ফিরছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5395
Post Views 102