MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

৩০ সেকেন্ড হলেও আমিরকে চান সানি

In বিবিধ বিনোদন - Jun 06 at 12:14pm
৩০ সেকেন্ড হলেও আমিরকে চান সানি

বলিউড সেনসেশন সানি লিওনের ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু সানি লিওন আমিরের এমন ভক্ত যে, ৩০ সেকেন্ডের জন্য হলেও সিনেমায় আমিরের সঙ্গে পর্দায় হাজির হতে চান সানি লিওন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, ‘আমি যখন আমিরের সঙ্গে দেখা করি সেই মুহূর্তটি ছিল আমার জীবনের সেরা মুহূর্ত। তার সঙ্গে অভিনয় করব এমন আশা কখনো করি নি। কিন্তু তিনি যখন বলেছিলেন, আমার সঙ্গে অভিনয় করবেন আমি সত্যিই খুশি হয়েছিলাম। তিনি যদি চান তা হলে সিনেমায় তার পেছনে ব্যাকগ্রাউন্ডে গাছ সেজে দাঁড়িয়ে থাকতে রাজি আছি।’

তিনি আরো বলেন, ‘আমি যদি এক মিনিট অথবা ত্রিশ সেকেন্ড তার সঙ্গে পর্দায় হাজির হতে পারি, তা হলে বাকি জীবন আমি তা যত্ন করে মনে রেখে দিব।’

এর আগে এক সাক্ষাৎকারে আমিরের সঙ্গে অভিনয় নিয়ে সানি লিওনকে কটুক্তি করা হলে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে আমির লিখেছিলেন, ‘সানি, আমি তোমার সঙ্গে কাজ করতে পারলে খুশিই হব। তোমার অতীত নিয়ে সত্যিই আমার কোনো সমস্যা নেই, যেমনটা দেখাতে চাওয়া হয়েছে ইন্টারভিউতে। প্রার্থনা করি, মঙ্গল হোক তোমার। ভালোবাসা জানাই।’

সানি লিওন বর্তমানে ব্যস্ত রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিং নিয়ে। এ ছাড়া সম্প্রতি আরবাজ খানের সঙ্গে তেরা ইনতেজার শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে, ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমায়। পাশাপাশি বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে রাইস সিনেমার একটি আইটেম গানের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5444
Post Views 1261