MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

দুই দিনে ‘হাউজফুল-৩’ আয় করেছে ৩১ কোটি

In সিনেমা জগৎ - Jun 05 at 6:22pm
দুই দিনে ‘হাউজফুল-৩’ আয় করেছে ৩১ কোটি

মুক্তির প্রথম দুইদিনে অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৩’ আয় করেছে ৩১ কোটি ৫১ লাখ রুপি। ৩ জুন শুক্রবার কমেডি নির্ভর এই সিনেমাটি মুক্তি পায়। এতে আরও অভিনয় করেছেন জ্যাকুইলিন ফার্নান্দেজ এবং রিতেশ দেশমুখ, নার্গিস ফাকরি এবং অভিষেক বচ্চনের মত খ্যাতনামা শিল্পীরা।

আশা করা হচ্ছে হাউজফুল ৩ এর সফলতার মাধ্যমে বক্স অফিসে ফের আলোচনায় আসবে অক্ষয় কুমার। ছবিটি বলিউডের জনপ্রিয় সিরিজ ‘হাউজফুল’-এর সিক্যুয়াল।

চলতি বছরে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হিসেবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে হাউজফুল-৩। মুক্তির প্রথম দিনে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করে প্রথম স্থানে আছে বলিউড কিং শাহরুখের সিনেমা ‘ফ্যান’। এছাড়া এখন পর্যন্ত অক্ষয়ের ‘সিং ইজ ব্লিং’ ছাড়া মুক্তির প্রথম দিনে অক্ষয়েরও সবচেয়ে বেশি আয়ের সিনেমা এখন এটি।

হাউজফুল-৩ নির্মাণ করেছেন সাজিদ ফরহাদ। এটি তৈরি করতে খরচ হয়েছে ৬৫ কোটি রুপি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2528
Post Views 504