MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

৪ পাকিস্তানি ক্রিকেটারের ডোপ টেস্ট করবে আইসিসি

In ক্রিকেট দুনিয়া - Jun 04 at 3:33pm
৪ পাকিস্তানি ক্রিকেটারের ডোপ টেস্ট করবে আইসিসি

পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তিখাব আলম শুক্রবার জানিয়েছেন, টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও চলতি বছরের শুরু দিকে নিষিদ্ধ থাকা লেগ স্পিনার ইয়াসির শাহ-সহ পাকিস্তানী চার ক্রিকেটারের ডোপ টেস্ট করবে বিশ্ব ক্রিকেট সংস্থা।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে মিসবাহর ডোপ টেস্ট করেছে।

পরীক্ষায় ইতিবাচক কিছু এলে তা দলের আসন্ন ইংল্যান্ড সফরে তা খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে। কেননা ইংল্যান্ড সফরকালেই পরীক্ষার ফল জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

আইসিসির এন্টি ডোপিং এজেন্সী ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে খেলোয়াড়দের মাদক পরীক্ষা করে আসছে।

নিষিদ্ধ ঘোষিত ঔষধ গ্রহণ করায় গত বছর ডিসেম্বর মাসে ইতোপূর্বে একবার নিষিদ্ধ হয়েছিলেন ইয়াসির।
দোষী প্রমাণিত হওয়ায় এবং রক্ত চাপ কমাতে স্ত্রীর ঔষধ সেবন করেছেন বলে আইসিসির কাছে সত্যি কথা বলায় তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ইয়াসির।

গত মার্চের শেষ দিকে তার নিষিদ্ধাদেশ প্রত্যাহার করায় আসন্ন ইংল্যান্ড সফরে খেলতে পারবেন তিনি।

ইন্তিখাব জানান, স্পটলাইটে থাকতে পারে শাহর পরীক্ষা।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘শাহ ছাড়াও টেস্ট অধিনায়ক মিসবাহ, ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও ফাস্ট বোলার জুনাইদ খানেরও পরীক্ষা করা হয়েছে। তবে শাহর টেস্টকে টার্গেট করা হতে পারে।’

আগামী ১৪ জুলাই লর্ডস টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া চার ম্যাচ সিরিজে পাকিস্তান দলের মূল উইকেট শিকারী হিসেবে শাহকে বিবেচনা করা হচ্ছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5467
Post Views 453