MysmsBD.ComLogin Sign Up

Search Unlimited Music, Videos And Download Free @ Tube Downloader

অমিতাভ ফের খলনায়ক

In সিনেমা জগৎ - Jun 04 at 12:24pm
অমিতাভ ফের খলনায়ক

পর্দায় বেশির ভাগ সময় ‘বিগ বি’কে দেখা গেছে হয় নায়ক, নয় ইতিবাচক কোনো চরিত্রে। তবে, ২০০২ সালে ‘আঁখে’ ছবিতে নেতিবাচক একটি চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। এবার সেই ছবিরই সিক্যুয়েল ‘আঁখে টু’তে আবারও খল ভূমিকায় দেখা যাবে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে।

‘আঁখে’তে অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, অর্জুন রামপাল, সুস্মিতা সেন, পরেশ রাওয়াল ও অতিথি চরিত্রে বিপাশা বসু। সিক্যুয়েলে এঁরা কেউই থাকছেন না। ছবির পরিচালক আনিস বাজমি এমনটাই জানিয়েছেন। জন আব্রাহামকেও হয়তো দেখা যেতে পারে এখানে, তবে বাকি শিল্পীদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

‘আঁখে’ ছবিটি ‘ব্লাইন্ড রেজ’ নামে একটি ইংরেজি ছবি থেকে অনুপ্রাণিত।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6796
Post Views 272