MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মুস্তাফিজ দুনিয়া কাঁপাবে বললেন মুরালিধরন

In ক্রিকেট দুনিয়া - Jun 04 at 9:40am
মুস্তাফিজ দুনিয়া কাঁপাবে বললেন মুরালিধরন

নবম আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ‍ভূমিকা রেখেছেন বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। যারা আইপিএলে মুস্তাফিজকে দেখেছেন, তারা এক বাক্যে মেনে নিয়েছেন কুড়ি বছরের এই ছেলে ক্রিকেটে থাকতেই এসেছেন।

সানরাইজার্সের বোলিং কোচ হওয়ায় কিংবদন্তি লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন খুব কাছে থেকে দেখেছেন মুস্তাফিজকে। বাংলাদেশের কাটার মাস্টারকে কেমন লেগেছে সেই কথা আরেকবার বললেন মুরালি কলকাতায় সৌরভ গাঙ্গুলীর ভিশন ২০২০ প্রশিক্ষণ কর্মশালায় এসে, ‘ও দুর্দান্ত প্রতিভাবান বোলার। ওর মধ্যে বড় বোলার হওয়ার সবগুলো গুণই রয়েছে। তবে ওর মধ্যে চোট পাওয়ার প্রবণতাও রয়েছে। এই দিকটা যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে এক সময় ও দুনিয়া কাঁপাবে। বাংলাদেশের বোর্ডের উচিৎ মুস্তাফিজের মতো বোলারদের আগলে রাখা।’

ইংল্যান্ডে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসের শ্রীলঙ্কা হাবুডুবু খাচ্ছে। নিজ দেশের ক্রিকেট নিয়ে মুরালির মূল্যায়ন, ‘আমাদের দেশের ক্রিকেট এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা অধ্যায় শেষ হয়ে গেছে। এখন নতুন ক্রিকেটাররা উঠে আসছে। হয়তো সময় লাগবে। এক সময় ঠিকই শ্রীলঙ্কার ক্রিকেট ঘুঁরে দাঁড়াবে।’

সানরাইজার্সের বোলিং কোচ হিসেবে সাফল্য যোগ হয়েছে মুরালির কোচিং ক্যারিয়ারেও। নিজ দেশের বোর্ড থেকে কোনো প্রস্তাব পেয়েছেন কি না? এমন প্রশ্নে সরাসরি ‘না’ জানিয়ে দেন এই কিংবদন্তি। মুরালি এই মুহূর্তে জাতীয় দলের কোনো স্তরে কোচিং করাতে চান না। এর জন্য আরো সময় চান সর্বকালের সেরা এই স্পিনার।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2554
Post Views 467