MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

পৃথিবীর সবচেয়ে বেশী মসজিদ আছে কোন দেশে? জানলে অবাক হয়ে যাবেন!

In ইসলামিক জ্ঞান - Jun 03 at 10:11am
পৃথিবীর সবচেয়ে বেশী মসজিদ আছে কোন দেশে? জানলে অবাক হয়ে যাবেন!

সাধারণভাবে, ইসলাম ধর্মের উপাসনা গৃহই হল মসজিদ। আর সারা বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশী সংখ্যক মসজিদ রয়েছে। সংখ্যাটা হল ৩০ হাজারের চেয়েও বেশী।

ভারতের বেশ কিছু ঐতিহাসিক মসজিদ দেখে নিন এক নজরে-
আদিনা মসজিদ- ১৩৬৩ সালে তৈরী। পশ্চিম বঙ্গের মালদা জেলার ইংলিশ বাজারে অবস্থিত। সুলতান সিকান্দর শাহ তৈরী করেছিলেন।
চেরামন জুমা মসজিদ- কেরলে অবস্থিত। ভারতের প্রথম মসজিদ এটা।


টিপু সুলতান মসজিদ- কলকাতায় অবস্থিত সুপ্রাচীন এই মসজিদ ১৮৩২ সালে তৈরী হয়।

জামা মসজিদ- ১৮০২ সালে স্থাপিত মুম্বাইয়ে অবস্থিত।

মতি মসজিদ- দিল্লিতে অবস্থিত ১৬৬০ খ্রীষ্টাব্দে স্থাপিত।

এছাড়া ভারতে এবং সারা পৃথিবীতে আরও অনেক বিখ্যাত ঐতিহাসিক মসজিদ রয়েছে।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1198
Post Views 4027